স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার সুরাবই সড়ক থেকে হাবিবুর রহমান (৬০) নামের প্রাণ-আরএফএল কোম্পানীর শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বাহুবল উপজেলার আলাপুর গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র।
সূত্র জানায়, গতকাল শুক্রবার রাত ৮টায় ওই স্থানে হাবিবুর রহমানের দেহ পড়ে থাকতে দেখে বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের তার সহকর্মী লেচু মিয়া তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে প্রাণ কোম্পানীর কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে কোন গাড়ি তাকে ধাক্কা দেয়। রাতেই সদর থানা পুলিশ লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে।