স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন এর সহধর্মিনী কামরুন্নাহার আলী রাহেনা স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। গতকাল শুক্রবার সকালে শহরের বাণিজ্যিক এলাকাস্থ উত্তরা কমপ্লেক্স বাসভবনে স্ট্রোকে আক্রান্ত হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে তাৎক্ষণিক ঢাকা প্রেরণ করা হয়। বিকালে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে পরিক্ষা-নিরিক্ষার পর বারডেম হাসপাতালের ২৫০৭ নং কেবিনে ভর্তি করা হয়েছে। তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ছেলে আলী মোঃ আসেফ হাসান শোভন, আলী মোঃ ওয়াসেফ হাসান লিয়ন, মেয়ে নাজিফা আলী প্রমি।