শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

কুর্শি ইউনিয়নে পূজা উদযাপন পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন

  • আপডেট টাইম শনিবার, ১ জুলাই, ২০১৭
  • ৪৮৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নে ভুবিরবাক, হালিতলা, রতনপুর, সমরগাঁও ও ফুটারমাটিসহ ৫টি গ্রামের প্রায় ৪ শত লোকজনের উপস্থিতিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে কুর্শি ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে সুশীতল কুমার রায়ের সভাপতিত্বে ও বিদ্যাভূষন দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সতীশ দাশ, রাসু দাশ, গোপাল সূত্রধর ঝরণ, নিঞ্জন সূত্রধর, নান্টু আচার্য্য, সিতাংশু দাশ, শ্রীবাস পাল, অজিত সূত্রধরসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ঠ উপদেষ্ঠা কমিটি ও ৭১ সদস্য বিশিষ্ঠ কার্যকরী কমিটি গঠন করা হয়। উপদেষ্ঠা কমিটির প্রধান উপদেষ্টা হলেন সুশীতল কুমার রায়। অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমে সতিশ চন্দ্র দাশ, নান্টু লাল আচার্য্য, সুধীর দাশ, শিবানন্দ দাশ (চকন), সুধাংশু সূত্রধর, মুক্তিযোদ্ধা গিরীন্দ্র লাল দাশ, মনোরঞ্জন সূত্রধর, গোপাল সূত্রধর (ঝরণ), হরিপদ রায় ও জগদিশ সূত্রধর। কার্যকরী কমিটির নেতৃবৃন্দ হলেন- সভাপতি বিদ্যাভূষন দাশ, সহ-সভাপতি যথাক্রমে তপন পুরকায়স্থ, সুরঞ্জন সূত্রধর, রাসু দাশ, পরিমল রায়, সাধারণ সম্পাদক শ্রীবাস পাল (বর্তমান ইউপি সদস্য), সহ-সাধারণ সম্পাদক পলাশ রতন দাশ, সাংগঠনিক সম্পাদক অজিত সূত্রধর, সহ-সাংগঠনিক সম্পাদক শীতাংসু দাশ ও গবিন্দ্র সূত্রধর, অর্থ সম্পাদক ভীষন দাশ, সহ-অর্থ সম্পাদক বিপুল দাশ, প্রচার সম্পাদক লিটন দাস, সহ-প্রচার সম্পাদক রঞ্জিত রায়, সাংস্কৃতিক সম্পাদক মঙ্গল রায়, সহ-সাংস্কৃতিক সম্পাদক অরবিন্দু সূত্রধর ও চয়ন দাশ, দপ্তর সম্পাদক কীতেন সূত্রধর ও করুনা সূত্রধর। কার্যকরী কমিটির সদস্যবৃন্দ হলেন- নিকলেশ রায়, রাজীব রায়, বিজন দাশ, সুমন দাশ, অধীর বৈদ্য, অসীম দাশ, সবুজ পাল, পংকজ পাল, অজিদ পাল, সুজিদ দাশ, বিদুৎ রায়, নকুল ঘোষ, সুব্রত দাশ, নিকলেশ দাশ, ভীষন সূত্রধর, অজিদ পাল, নয়ন দেবনাথ, বাদল দাশ, প্রান্ত দাশ, গবিন্দ্র দাশ, কানন পাল, কৃষ্ণ দাশ, স্বপন দাশ, অজিদ দাশ, তাপস সূত্রধর, গোপাল সূত্রধর, ধীরু সূত্রধর, উত্তম দাশ, জয়েশ দাশ, মিহির সূত্রধর, অর্জুন সূত্রধর, রনি সূত্রধর, শ্রীবাস দাশ, জয় সূত্রধর, গোসাই সূত্রধর, জীবন সূত্রধর, সুমন্ত সূত্রধর, সুমন সূত্রধর, মিঠু সূত্রধর, জগৎজ্যোতি সূত্রধর, মিঠু দাশ, দিলু দাশ, রিপন সূত্রধর, মিঠুন সূত্রধর, সুরঞ্জন সূত্রধর, অসিত সূত্রধর, বিপ্লব সূত্রধর, ঝিনুক সূত্রধর, পিন্টু আচার্য্য, নিতেশ সূত্রধর, জয় দাশ, অনন্ত সূত্রধর, নেপাল সূত্রধর, নিঝুম বৈদ্য, অধীর বৈদ্য, ধীরু বৈদ্য, স্বপন দাশ, বিজয় সূত্রধর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com