চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ইয়াবাসহ সুজিত দেব (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি চুনারুঘাট পৌরসভার উত্তর বড়াইল গ্রামের মৃত জিতেন্দ্র দেবের পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে সুজিত দেব ৩২ পিসসহ কলেজ গেইটের সামনে অবস্থান করছিল। গোপন সূত্রে খবর পেয়ে চুনারুঘাট থানার এ.এস.আই মোস্তফা ও এ.এস.আই আলমাস এর নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সুজিত দেবকে ৩২ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে। এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। এ ব্যাপারে সুজিব দেবের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরের দিকে সুজিত দেবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।