নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার উল্লেখযোগ্য ব্যবসায়ীক অঞ্চল ইনাতগঞ্জ বাজার পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ২৬ ফেব্র“য়ারী নির্ধারন করা হয়েছে। বাজার কমিটির আহ্বায়ক ও নির্বাচন কমিশন ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন ইতিপূর্বে নির্বাচন তফশিল ঘোষনা করেন। মোট ৩ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রার্থীদের মনোনয়ন পত্র গ্রহন ও প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। সভাপতি পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বর্তমান সভাপতি সিরাজ উদ্দিন (হারিকেন), আমুন উদ্দিন (চেয়ার), হাকিম উদ্দিন (ছাতা), সাধারন সম্পাদক পদে দিলবার হোসেন (দোয়াত কলম), মাওলানা হাবিবুর রহমান (চশমা), আবু সায়েদ (কম্পিউটার)। সাংগঠনিক সম্পাদক পদে জাহাঙ্গীর আলম (মাছ), নুর আলী (প্রজাপতি), ইজাজুর রহমান (হরিণ)। মোট ভোটার সংখ্যা ৪৭৬জন। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যবসায়ী নেতৃবৃন্দ তাদের পছন্দের প্রার্থীদের মধ্যে ভোট প্রয়োগ করবেন। নির্বাচনকে সামনে রেখে প্রার্থী সমর্থকদের প্রচারনায় মুখরিত ইনাতগঞ্জ বাজার। পোষ্টার ও লিফলেটে ছেয়ে গেছে বাজারের সর্বত্র। গত তিন দিন ধরে বৃষ্টি উপেক্ষা করে প্রার্থী ও তাদের নিজ নিজ সমর্থকরা ব্যবসায়ী ভোটারদের কাছে যাচ্ছেন। সালাম আদাব দিয়ে দোয়া ও ভোট প্রার্থনা করছেন। ভোটারদের সাথে আলাপ করে জানা গেছে, সভাপতি পদে সিরাজ উদ্দিন ও হাকিম উদ্দিনের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হবে। নির্বাচন কমিশনার ও ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন জানান, ইতিমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি নিরপেক্ষ ও সুষ্টু নির্বাচনের লক্ষ্যে বাজার ব্যবসায়ীসহ এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।