স্টাফ রিপোটার ॥ হবিগঞ্জ জেলা দলের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় কণ্ঠশিল্পী তানভীর আফসার তপু ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। গত বুধবার বিকাল ৫ টায় তিনি শহরের মাস্টার কোয়ার্টারে অবস্থিত তার বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। মরহুম এডঃ আফসর আহমেদের পুত্র তপুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, সাংস্কৃতিক কর্মী, ক্রিড়াঙ্গনসহ তার ভক্তবৃন্দ তার বাসায় ছুটে আসেন। বুধবার বাদ এশা রাজনগর মসজিদে তার প্রথম জানাযার নামাজ এবং গতকাল সকাল ১১ টায় মুরারবন্দ মাজারে ২য় জানাযা নামাজ শেষে পারিবারিক কবস্থানে তাকে দাফন করা হয়। তপু দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ ও ডায়বেটিস রোগে ভোগছিলেন।