মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রাম থেকে একটি মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী হাবিবুল ইসলাম লিটন ওরুপে রসুল (৩৭) কে গ্রেফতার করা হয়েছে। সে ওই গ্রামের জালালউদ্দিনের ছেলে।
গতকাল বৃহস্পতিবার ভোররাতে থানার এএসআই মাহবুব আলম ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। পুলিশ জানান ২০১২ সালের একটি মাদক মামলায় তার ৬ মাসের কারাদন্ড ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এর পর থেকে সে পলাতক ছিল।