নবীগঞ্জ প্রতিনিধি ॥ গত ২৫ জুন নবীগঞ্জে জগন্নাথ বলদেব সুভদ্রার রথযাত্রা উৎসব পালিত হয়েছে। ওই দিন দুপুরে সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যানসহ নেতৃবৃন্দের উপস্থিতিতে রথ টেনে শহর প্রদক্ষিণ করতে প্রস্তুতি নেয়া হয়। সে অনুযায়ী গোবিন্দ জিউড় আখড়া থেকে রথ বের করে কিছুদুর এগুতেই রথের চাকায় ত্র“টি দেখা দেয়। ফলে রথ নিয়ে আর শহর প্রদক্ষিণ না করে পুনরায় আখড়ায় নিয়ে আসা হয়। ফলে উপস্থিত ভক্তবৃন্দের মাঝে এ সময় ক্ষোভের সঞ্চার হয়।