অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জে ৫০ কেজি গাঁজাসহ সাদেক (২৫) নামে এক মাদক ব্যবসায়ী যুবককে গ্রেফতার করেছে হাইওয়ে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে দেউন্দি মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। সে মাধবপুর উপজেলার আহম্মদপুর গ্রামের আব্দুর নুরের ছেলে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ভোর রাতে দেউন্দি মোড় এলাকায় সাদেককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে হাইওয়ে পুলিশ তাকে আটক করে। পরে তার সাথে থাকা ৩টি কাগজের ফলের কার্টুনের ভিতর কসটেপ দ্বারা মোড়ানো ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম উদ্দিন খন্দকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আমাদের মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে এবং আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করার প্রস্তুতি চলছে।