প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার রইছগঞ্জ বাজারে আঞ্চলিক যুবলীগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ জুন বিকেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। শেখ রাজনের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, জেলা আওয়ামীলীগ নেতা অনুপ কুমার দেব মনা, যুবলীগ নেতা হারুনুর রশিদ, মনির ইসলাম, নুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে মপি কেয়া চৌধুরীকে ফুল দিয়ে বরণ করা হয়।
প্রধান অতিথি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিকরা কোন অপশক্তিকে ভয় পায়না, বাধা দিয়েও আটকানো যায় না। তাই জনগণের উন্নয়ন কাজে সহযোগীতা করুন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দ নবীগঞ্জ-বাহুবলসহ দায়িত্বপ্রাপ্ত এলাকায় পৌঁছে দিচ্ছি। আমার মাধ্যমে কি উন্নয়ন হয়েছে তা সবাই অবগত রয়েছেন। তিনি রইছগঞ্জ বাজারে সাড়ে ৩ লাখ টাকা ব্যয়ে একটি পাবলিক টয়লেট ও ১ লাখ টাকা ব্যয়ে একটি গভীর নলকূপ স্থাপন করে দেবার ঘোষণা দেন।