স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে পাওনা টাকা চাওয়া নিয়ে দুই দলের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। গত সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরের বাসিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাসিয়াপাড়া মহল্লার আব্দুল মিয়ার ছেলে তাবু মিয়া ও মুড়িবাড়ির বরকত উল্লাহর পুত্র জিলু মিয়ার সাথে রাজমিস্ত্রীর কাজের পাওনা টাকা নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টা ব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়।
গুরুতর আহত অবস্থায় ৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে বানিয়াচঙ্গ থানা পুলিশসহ সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।