স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের তেলিয়াপাড়া সড়কে মোটরসাইকেলের ধাক্কায় লাকি বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। গত মঙ্গলবার বিকাল ৫টায় তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাকি বেগম তেলিয়াপাড়া বেপারহাটি এলাকার মৃত কাপ্তান মিয়ার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদ উপলক্ষে সাতছড়ি জাতীয় উদ্যানে যেতে মোটর সাইকেল চালক বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালান। এমন অবস্থায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারান লাকি বেগম।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই ফখরুজ্জামান দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।