স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলায় দিঘীরপাড় গ্রামে প্রতিপক্ষের হামলায় লেচু মিয়া (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। গত বুধবার বিকালে উপজেলার দিঘীরপাড় গ্রামের খেলার মাঠে এ ঘটনা ঘটে। নিহত লেচু মিয়া দিঘীরপাড় গ্রামের রজব আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে দিঘীরপাড় গ্রামের মাঠে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে লেচু মিয়াকে মারধর করা হয়। এতে গুরুতর আহত লেচু মিয়াকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বানিয়াচং থানার ওসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।