স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলায় পূর্ব শক্রতার জের ধরে দুই দলের সংঘর্ষে উভয় পক্ষে ১০ জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত দুই জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গত সোমবার বেলা ৩টার দিকে উপজেলার লামাতাশি ইউনিয়নের কাজীহাটা গ্রামে এ সংঘর্ষ হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কাজিহাটা গ্রামের নুরুল ইসলাম তাহের মেম্বারের সাথে একই গ্রামের ছাইমুল্লার অপহরনের মামলা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ওই বিকালে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়।