প্রেস বিজ্ঞপ্তি ॥ ডাঃ রামজয় মোদকের দৌহিত্র মেসার্স মোদক মেডিসিন সেন্টারের স্বত্বাধিকারী বরুন কুমার মোদকের স্ত্রী পার্বতী মোদক গত ২৭ জুন মঙ্গলবার ভোর ৬.১৩ মিনিটে পরলোক গমন করেছেন। ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে হবিগঞ্জ ফারিয়ার সভাপতি মোঃ সাজিদুর রহমান (সাজু) ও সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম সহ ফারিয়া নেতৃবৃন্দ গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
অপর দিকে এক বিজ্ঞপ্তিতে পার্বতী রানী মোদকের মৃত্যুতে হবিগঞ্জ জেলা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সভাপতি শ্যামল মোদক, সাধারণ সম্পাদক একেএম নাছিম, সহ-সভাপতি পীযুষ চক্রবর্তী, কৃপাসিন্ধু পাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, নির্বাহী সদস্য সুধীর শীল, বিষ্ণু সূত্রধর, মোঃ ওয়াহিদ গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।