প্রেস বিজ্ঞপ্তি ॥ রেডক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিট-এর উদ্যোগে অসহায় দরিদ্রদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার রেডক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিট এর কার্যালয়ে এ চাল বিতরণ করা হয়। রেডক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিট এর সেক্রেটারী ও জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত চাল বিতরণে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, রেডক্রিসেন্ট সোসাইটির কার্যকরী কমিটির সদস্য মিজানুর রহমান শামীম, শফিকুজ্জামান হিরাজ, আজীবন সদস্য প্রকৌশলী ওয়াহিদুজ্জামান বাবুল, শওকত আকবর সোহেল, বিপ্লব রায় চৌধুরী, এনামুল হক শাহীন, সুহেল মিয়া, আমির হোসেন, আলমগীর মিয়া, রনি, জুয়েলুর রহমান, জসীম আহমেদ, যুব রেডক্রিসেন্ট এর যুব প্রধান পংকজ কান্তি পল্লব, আশিষ কুড়ি, দেলোয়ার খান, অরূপ দাশ অপু, সারোয়ার, রুবেল মিয়া, চয়ন, শিমুল, শাহীন, হৃদয়, জয় ও বসু প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেন, পবিত্র রমজান মাসে যারা সমাজের সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষ আছে তাদের পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্তবানসহ সকলকে এগিয়ে আসতে হবে। তিনি অসহায় দরিদ্রদের সহযোগীতায় রেডক্রিসেন্ট সোসাইটি পরিবারের সকল সদস্যকে পাশে থাকার আহ্বান জানান।