স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের উজিরপুর থেকে গরু চুরি করার সময় গাড়িসহ দুই চোরকে আটক করেছে সদর থানা পুলিশ। এ সময় একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। আটকরা হল সদর উপজেলার ধুলিয়াখাল গ্রামের ছালেক মিয়ার পুত্র কুখ্যাত গরু চোর ফয়সল (৩০) ও উমেদনগর এলাকার আব্দুন নুরের পুত্র পিকআপ ভ্যান চালক খেলু মিয়া (২৫)। পুলিশ জানায়, গত শুক্রবার রাত ৮টার দিকে উজিরপুর গ্রামের এনামুল হকের দুইটি গরু চুরি করে পিকআপ ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ধাওয়া করলে তারা গরু ফেলে পালিয়ে আসে। পরে সদর থানার এসআই হোসেন আলীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রাত ৯টার দিকে কিবরিয়া ব্রীজ এলাকা থেকে তাদের আটক করে। এ ব্যাপারে গরুর মালিক এনামুল হক বাদী হয়ে আটক দুইজনসহ উজিরপুর গ্রামের নজরুল ইসলাম ও এবাদুলকে আসামী করে বানিয়াচং থানায় মামলা করেন। বানিয়াচং থানার এসআই নাজমুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ গতকাল শনিবার দুপুরে আটক দুইজনকে বানিয়াচং থানায় নিয়ে যান এবং জিজ্ঞাসাবাদ শেষে বিকালে আদালতে প্রেরণ করে।