রবিবার, ৩০ মার্চ ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

সদকাতুল ফিতর কতটুকু দিবেন

  • আপডেট টাইম শনিবার, ২৪ জুন, ২০১৭
  • ৭৮৫ বা পড়া হয়েছে

এবিএম আল-আমীন চৌধুরী ॥ সম্পদের দৃষ্টিকোণ থেকে মানুষ তিন শ্রেণির। মিসকিন, ফকির এবং গণি বা ধনী। মিসকিন এবং ফকির শ্রেণির মানুষদের জন্য যাকাত, ফিতরাসহ দান সদকার টাকা পয়সা খাওয়া জায়েয। আর ধনী শ্রেণির মানুষেরাই ফিতরা ও যাকাত প্রদান করে থাকে। যা প্রদান করা তাদের জন্য ওয়াজিব। আদায় না করলে কঠিন গুনাহগার হবে।
ধনী শ্রেণির মানুষের মধ্যে বিভিন্ন স্তর রয়েছে। কেউ কেবল ন্যুনতম নিসাব পরিমাণ সম্পদের মালিক। কেউ নিসাব পরিমাণের চেয়ে কয়েক গুণ বেশী সম্পদের মালিক। আবার কারও কারও সম্পদের পরিমাণ এর চেয়েও অনেক অনেক বেশী হয়। নিসাব পরিমাণ বা এর চেয়ে বেশী সম্পদের মালিকদের উপরই ফিতরা ও যাকাত আদায়ের বিধান প্রযোজ্য।
যাকাতের ক্ষেত্রে নিসাব পরিমাণ সম্পদ এক বছর নিজ আয়ত্বে থাকার শর্তে শতকরা আড়াই ভাগ প্রদান করতে হয়। কিন্তু ফিতরা কেবল নিসাব পরিমাণ সম্পদের অধীকারীদের নির্দিষ্ট পরিমাণ খাদ্য দ্রব্য দ্বারা ঈদুল ফিতরের নামাযের পূর্বে আদায় করতে হয়।
হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু? থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা সদকাতুল ফিতর আদায় করতাম এক সা যব, অথবা এক সা (অন্য বর্ণনায় আছে অর্ধ সা) গম, অথবা এক সা খেজুর, অথবা এক সা পনির, অথবা এক সা কিশমিশ দ্বারা।” (বুখারি, মুসলিম)
সদকাতুল ফিতর কতটুকু দিবেনঃ হাদিস শরীফে ফিতরা আদায়ের জন্য পাচঁ ধরণের খাদ্য দ্রব্যের উল্লেখ আছে। সেগুলো হচ্ছে- ১. খেজুর। ২. কিসমিস। ৩. পনির। ৪. যব। এবং ৫. গম বা আটা। এই পাঁচটির মধ্যে খেজুর, কিসমিস, পনির, বা যবের মাধ্যমে ফিতরা আদায় করতে হলে বর্তমান মাপে প্রায় তিন কেজি ৩০০ গ্রাম বা এর মূল্য দ্বারা আদায় করতে হবে। খেজুর দ্বারা আদায় করতে হলে, প্রতি কেজি খেজুরের খুচরা মূল্য ১২০ টাকা থেকে শুরু করে ১০০০ বা তার চেয়েও বেশী রয়েছে। আপনি নিজেই নির্ধারণ করুন; কেমন মূল্যের খেজুরের মূল্য দ্বারা ফিতরা আদায় করবেন। কিসমিসের দামও প্রতি কেজি প্রায় ৩২০ টাকা। পনির কিংবা যবের মূল্য নিজেই জেনে নিতে পারেন নিকটবর্তী বাজার থেকে। আর আটা দ্বারা ফিতরা আদায় করতে হলে বর্তমান মাপে এক কেজি ছয়শত পঞ্চাশ গ্রাম বা এর মূল্য আদায় করতে হবে। যা বর্তমান বাজার দরে খুবই সামান্য হয়।
এখন আপনিই নির্ধারণ করুন আপনি কোন স্তরের সম্পদশালী। আপনি কেবল আটা দিয়ে যাকাত আদায়ের স্তরের নাকি যব, খেজুর, কিসমিস, নাকি পনিরের স্তরের। আপনি কোন স্তরের সম্পদশালী আপনি নিজেই ভাল করে জানেন। যে কোন একটি দ্রব্য বা এর মূল্য দিয়ে ফিতরা আদায় করলেই শরীয়ত বিধান মতে আপনার ফিতরা আদায় হয়ে যাবে। কিন্তু আপনার বিবেককে একবার প্রশ্ন করে দেখুনতো, ফিতরা আদায়ের ক্ষেত্রে যেমনি সর্ব নি¤œ মূল্য হিসাব করছেন, সম্পদের ক্ষেত্রে সর্ব নি¤œ পর্যায়টা পছন্দ করবেন কি? এটা হয়তো আপনি পছন্দ করবেন না। তবে কি ফিতরা আদায়ের ক্ষেত্রে নিজেকে আল্লাহর দরবারে অতি অল্প সম্পদশালী হিসাবেই উপস্থাপন করছেন একটু না ভেবেই? প্রতি বারই কেন সবচেয়ে নি¤œ মূল্যের দ্রব্য দিয়ে ফিতরা আদায় করছেন? একবারও কি উচ্চ কিংবা মাঝারি মূল্যের দ্রব্য দিয়ে ফিতরা আদায় করতে পারা যায় না? একবারও কি পারেন না খেজুর, কিসমিস কিংবা পনিরের মূল্য ধরে ফিতরা আদায় করতে? আল্লাহ পাক আমাদের দ্বীনের সঠিক বুঝ দান করুন। ফিতরার প্রকৃত শিক্ষা এবং ফযিলত ও বরকত আমাদের নসিব করুন।
সদকাতুল ফিতর কখন আদায় করবেনঃ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু? থেকে বর্ণিত, তিনি বলেন, “রোযাদারকে অশ্লীলতা থেকে পবিত্র করা ও মিসকিনদের খাদ্যের ব্যবস্থা স্বরূপ রাসূলুল্লাহ সালল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতর ওয়াজিব করেছেন। নামাযের পূর্বে যে আদায় করল, তা গ্রহণযোগ্য সদকা। যে নামাযের পর আদায় করল, তা সাধারণ সদকা।” (আবু দাউদ, ইব্ন মাজাহ)
হযরত নাফে রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, “হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ছোট-বড় সবার পক্ষ থেকে তা আদায় করতেন। তিনি আমার সন্তানদের পক্ষ থেকে এ পর্যন্ত আদায় করতেন। যারা তা গ্রহণ করত, তিনি তাদেরকে তা প্রদান করতেন। তিনি ঈদুল ফিতরের একদিন অথবা দুদিন পূর্বে তা আদায় করতেন।” (বুখারী)
সদকাতুল ফিতরের উপকারিতাঃ (১) বান্দার ওপর আল্লাহর নিয়ামত প্রকাশ করা হয়। যেমন তিনি পূর্ণ মাস রোযার তাওফিক ও রমযান শেষে পানাহারের অনুমতি প্রদান দিয়েছেন। (২) এটা শরীরের যাকাত, যা আল্লাহ পূর্ণ বছর সুস্থ রেখেছেন। (৩) সদকাতুল ফিতর বান্দার রোযাকে অশ্লীলতা থেকে পবিত্র করে। (৪) সদকাতুল ফিতর দ্বারা ফকির-মিসকিনদের প্রতি অনুগ্রহ ও তাদেরকে ভিক্ষা থেকে মুক্তি দেয়া হয়। যেন ঈদের দিন তারাও অন্যান্য মুসলিমদের ন্যায় আনন্দ ও বিনোদন করতে পারে। (৫) সদকাতুল ফিতর দ্বারা রোযাদারকে অনুগ্রহ ও অনুদানের প্রতি উৎসাহী করা হয় এবং তাকে লোভ ও কৃপণতা থেকে রক্ষা করা হয়।
লেখকঃ
প্রভাষক, ইটাখোলা সিনিয়র আলিম মাদরাসা, মাধবপুর, হবিগঞ্জ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com