প্রেস বিজ্ঞপ্তি ॥ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে সম্মানী ভাতা বিতরণ করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ। তিনি গতকাল হবিগঞ্জ পৌরভবনের সভাকক্ষে আয়োজিত সম্মানীভাতা বিতরণ অনুষ্ঠানে সভাপতি হিসেবে সম্মানীভাতা ইমাম ও মুয়াজ্জিনদের হাতে তুলে দেন। হবিগঞ্জ পৌরসভায় সম্প্রতি মেয়র হিসেবে দায়িত্বগ্রহনের পর আলহাজ্ব জি, কে গউছের দেয়া প্রতিশ্র“তির বাস্তবায়ন হিসেবে বছরে দুটি ঈদে ভাতা দেয়ার নিয়ম চালু হয়। হবিগঞ্জ পৌরএলাকার ৬৩ টি মসজিদের ইমামগণ ঈদ উল ফিতর উপলক্ষে ২ হাজার টাকা ও মুয়াজ্জিনগণ ১ হাজার টাকা করে সম্মানীভাতা গ্রহণ করেন। সভাপতির বক্তব্যে মেয়র বলেন, হবিগঞ্জ পৌরসভা তার উন্নয়ন কর্মকান্ড ও নাগরিক সেবা প্রদানের পাশাপাশি জনকল্যাণে বিভিন্ন কর্মসূচি পালন করে। দরিদ্র বালকদের সুন্নতে খৎনা, দরিদ্র পরিবারের জন্য গণবিবাহের আয়োজন, হজ্ব প্রশিক্ষণসহ নানা আয়োজন করে থাকে পৌরসভা। তিনি ইমামদের উদ্দেশ্যে বলেন আপনারা সমাজের প্রকৃত নেতা। আপনারা সমাজের উন্নয়নে সবসময় ইতিবাচক ভূমিকা রেখে আসছেন। হবিগঞ্জ শহর ও তার আশাপাশের মানুষ যাতে সাম্ভাব্য বন্যার আশংকা হতে মুক্তি পায় সেজন্য মহান আল্লাহর দরবারে দোয়া করার জন্য তিনি ইমাম ও মুয়াজ্জিনদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর গৌতম কুমার রায়, পৌর সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী প্রমুখ।