প্রেস বিজ্ঞপ্তি ॥ লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের উদ্যোগে এতিম শিশু ও অতিথিদের সাথে লায়ন লিডারদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ জেলা পরিষদ হলরুমে গত রবিবার বিকাল ৩টায় ক্লাব মিটিং এবং ৫.৩০ মিনিটে লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনসুর রশীদ কাজলের সভাপতিত্বে এবং সেক্রেটারী লায়ন এস এম আব্দুল আউয়াল এর পরিচালনায় দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে হবিগঞ্জ রাজনগর এতিমখানায় লায়ন্স ক্লাবের পক্ষ থেকে পাস্ট ডিস্ট্রিক্ট গর্ভনর লায়ন শফিকুল আযম ভুইয়া কর্তৃক ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এমরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার হায়তুন নবী, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লায়ন এডঃ এসএম বজলুর রহমান, ভাইস প্রেসিডেন্ট লায়ন এডঃ এস এম আলী আজগর, লায়ন মোঃ রফিক মিয়া, লায়ন মোঃ লিটন মিয়া, জয়েন্ট সেক্রেটারী লায়ন মোহাম্মদ জালাল উদ্দিন, ট্রেজারার লায়ন মোঃ আব্দুল কাইয়ুম, ডিরেক্টর লায়ন এডঃ নীলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, লায়ন মোঃ হিরাজ মিয়া, চার্টার মেম্বার লায়ন সৈয়দ হুমায়ুন কবির, লায়ন গাজী মোঃ মিজবাহ উদ্দিন, লায়ন মোঃ আব্দুল আহাদ, লায়ন মোঃ মর্তুজা হাসান, লায়ন মোঃ আব্দুর রহমান, লায়ন দীপক কুমার দাশ, লায়ন মোঃ লিয়াকত আলী খান, লায়ন আলহাজ্ব মুজাহিদ হুসেন চৌধুরী, লায়ন মীর এ কে এম জামিলুন্নবী, মেম্বার এম এ মুমিন চৌধুরী বুলবুল, লায়ন ইঞ্জিনিয়ার মোঃ জয়নাল উদ্দিন খান, লায়ন এম এ কাইয়ুম চৌধুরী, লায়ন চৌধুরী মিজবাহুল বারী লিটন, লায়ন এডঃ অর্জুন চন্দ্র রায়, লায়ন এডঃ মতিউর রহমান, লায়ন সাব্বির আহমেদ, লায়ন এডঃ মোল্লা আবু নাঈম মোহাম্মদ শিবলী খায়ের, লায়ন মোঃ নাজমুল এনাম খান তুহিন, লায়ন মোঃ আসাদুজ্জামান, লায়ন রাজেন্দ্র চন্দ্র দাস, লায়ন কাজী মহিবুর রহমান সেলিম ও লায়ন এ কে এম মঈন উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে এড়ালিয়ার হযরত আহমেদ রেজা এতিমখানার ৩০ জন এতিম শিশু অংশ নেয়।
উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশে ১৭৩টি ক্লাবের মধ্যে সাংগঠনিক কার্যক্রমে হবিগঞ্জ লায়ন্স ক্লাব ৯ম স্থান অর্জন করে।