রবিবার, ৩০ মার্চ ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

মাহে রামাদ্বানে রাত্রি জাগরণ

  • আপডেট টাইম রবিবার, ১৮ জুন, ২০১৭
  • ৫৯০ বা পড়া হয়েছে

এবিএম আল-আমীন চৌধুরী  ॥ উম্মুল মুমিনীন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন (রামাদ্বানের) শেষ দশক উপস্থিত হত, নবী কারীম সাল্লালাহু আলাইহি ওয়া সালাম লুঙ্গি শক্ত করে বাঁধতেন, রাত্রি জাগরণ করতেন ও পরিবারের সদস্যদের জাগিয়ে তুলতেন।” (বুখারি, মুসলিম)
অন্য এক হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রামাদ্বানের শেষ দশকে এমন মুজাহাদা করতেন, যা তিনি অন্য সময় করতেন না। (মুসলিম)
হযরত আলি ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, “নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রামাদ্বানের শেষ দশকে নিজ পরিবারকে জাগ্রত করতেন।” (তিরমিযি)
এই হাদিসটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তায়ালা এভাবে বর্ণনা করেন, “রামাদ্বানের শেষ দশক শুরু হলে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিবারে লোকদের জাগাতেন ও লুঙ্গি উঁচু করে নিতেন।” হযরত আবু বকর ইব্ন আইইয়াশ রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করা হল, লুঙ্গি উঁচু করে পরার অর্থ কী তিনি বললেন, স্ত্রীদের সঙ্গ ত্যাগ। (আহমদ)
নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সদা সর্বদাই রাত জেগে ইবাদতের জন্য অধিক পরিশ্রম করতেন। কখনো কখনো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পা মোবারক পর্যন্ত ফোলে যেত। আর মাহে রামাদ্বান এলেই ইবাদত বন্দেগীর মাত্রা তিনি আরো অধিক পরিমাণে বাড়িয়ে দিতেন। অথচ আম্বিয়ায়ে কেরাম মাছুম তথা নিঃষ্পাপ। তাদের কোন গুনাহ নেই, অপরাধ নেই। তারপরও তিনি আল্লাহ তায়ালার শুকুরগুজারী বান্দা হওয়ার জন্য এত অধিক পরিমাণ ইবাদত বন্দেগী করতেন। তিনি মাহে রামাদ্বানের শেষ দশকের রাতে পরিবারের সদস্যদেরও ঘুম থেকে ইবাদতের জন্য জাগিয়ে তুলতেন।
আর আমরাতো পাপী-তাপী বান্দাহ। সর্বদা আকন্ঠ গুনাহে নিমজ্জিত। আমাদের কি করা উচিৎ তা একটু ভাবলেই বুঝতে পারবো। মাহে রামাদ্বানের শেষ দশকে স্ত্রী-সঙ্গ ত্যাগ করে নামায, যিকির-আযকার, তেলাওয়াত প্রভৃতি ইবাদতে আনিয়োগ করে বিনিদ্র রাত কাটানো নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অন্যতম আদর্শ। সুন্নাতে নববী। সাহাবায়ে কেরাম রিদয়ানুল্লাহি তায়ালা আজমাইন, আউলিয়াকে কেরাম রাতমাতুল্লাহি আলাইহিম আজমাইনের বৈশিষ্ট্য। আরো একটি গুরুত্বপূর্ণ সুন্নাত হচ্ছে পরিবার পরিজনকে মাহে রামাদ্বানের শেষ দশকের রাত্রিতে জাগিয়ে দেয়া। যাতে রামাদ্বানে শেষ দশকে ইবাদতের মাধ্যমে তাদের রাত জাগার অভ্যাস হয়। গল্প-গুজব ত্যাগ করে নামায ও যিকির-আযকারে লিপ্ত থাকে। সকল অভাব অভিযোগ বিশ্বজগতের প্রতিপালক রাহামানুর রাহিম মহান পরওয়ার দিগারে আলমের দরবারে নিবেদন করতে পারে। আর বিশেষ করে মাহে রামাদ্বানের শেষ দশকের রাত জাগার মাধ্যমে লাইলাতুল কদর নসিব হয়। মহান আল্লাহ তায়ালার অশেষ মেহরেবাণী যে, তিনি লাইলাতুল কদর মাহে রামাদ্বানের শেষ দশকে রাত্রিসমূহের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন। যদি সারা বছরই তার সম্ভাবনা থাকত, তাহলে এর অনুসন্ধানে আমাদের অনেকের খুব কষ্ট হত। বরং আমাদের অধিকাংশ লোকই লাইলাতুল কদরের ফযিলত, রহমত ও বরকত থেকে বঞ্চিত হতো। আল্লাহ পাক আমাদের আমাদের পরিবার পরিজনসহ সবাইকে রামাদ্বানের শেষ দশকের রাত্রি জাগরণের মাধ্যমে লাইলাতুল কদর নসিব করুন। আমীন।
লেখক:
প্রভাষক, ইটাখোলা সিনিয়র আলিম মাদরাসা, মাধবপুর, হবিগঞ্জ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com