হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল এলাকায় প্রকাশ্যে ধূমপানের অভিযোগে ১৬ ধূমপায়ীকে ১৬শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টা থেকে ১ট পর্যন্ত শহরের আধুনিক সদর হাসপাতাল এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমান আদালত ১৬ ধূমপায়ীর প্রত্যেকের কাছ থেকে ১ শত টাকা করে জরিমানা আদায় করেন। অভিযান পরিচালনায় সময় হবিগঞ্জ সদর থানার এএসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিল।