স্টাফ রিপোর্টার ॥ দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার জাকারিয়া চৌধুরীর দাদী মোছাঃ হাজেরা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় বার্ধক্যজনিত কারণে মরহুমা তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকলে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ইহকালে ১ পুত্র ও ২ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগাহী রেখে গেছেন। পরে বিকেল সাড়ে ৫টায় স্থানীয় মুরাদপুর ঈদগাহ মাঠ প্রাঙ্গনে জানাযার নামাজ শেষে দাফন করা হয়।
জানাযার নামাজে ইমামতি করেন মরহুমার নাতি হাফেজ তাহসিন আহমদ। এদিকে মরহুমার মৃত্যুতে দৈনিক হবিগঞ্জ সমাচার পরিবার শোক প্রকাশ করেছে এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।