প্রেস বিজ্ঞপ্তি ॥ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখা’র উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার নবীগঞ্জ শহরস্থ আনোয়ারী গার্ডেন জমিয়তের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নবীগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়েখ আব্দুল বাছিত। সাধারণ সম্পাদক মুফতি সালেহ্ আহমদ ওয়াছির পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জমিয়তের সভাপতি শায়খুল হাদিস আল্লামা হোসাইন আহমদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওঃ আব্দুর কাদির হোসাইনী, জেলা সহ সভাপতি ও বানিয়াচং উপজেলা জমিয়তের সভাপতি মাওঃ আব্দুল মালিক চৌধুরী, নবীগঞ্জ উপজেলার সহ-সভাপতি মাওঃ ইনসাফুর জামান চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিশের নবীগঞ্জ উপজেলা সভাপতি মাওঃ শায়েখ কাজী হারুনুর রশিদ চৌধুরী, খেলাফত মজলিস নবীগঞ্জ পৌর সভাপতি মাওঃ শাহ্ আলম, নবীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মুহিবুর রহমান নূরী, যুব জমিয়ত নবীগঞ্জ উপজেলা সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম, জমিয়ত নেতা মাওলানা ইব্রাহীম, মুফতি মোস্তাক আহমেদ ফুরকানী, হাফিজ নুরুল হক, মাওঃ মোশাহিদ আলী, হাফিজ মানিক মিয়া, হাজী আব্দুর নূর, মাওঃ আবু ছালেহ, মাওঃ আব্দুস শহিদ, মাওঃ আতাউর রহমান, মাওঃ জুবায়ের আহমদ, হাফিজ জুবায়ের আহমদ, আব্দুল মালিক চৌধুরী, শামীম আহমদ, আনোয়ার মিয়া, ছালিক মিয়া, মাওঃ আব্দুল আজিজ, হাফিজ ফরাছ উদ্দীন প্রমুখ। পরিশেষে বিশ্ব মুসলিম উম্মাহর মঙ্গল কামনা এবং হেফাজতে ইসলামের আমীর শায়খুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফীর সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব শায়েখ আব্দুল মান্নান দত্তগ্রামী।