মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ডাকাতের হামলায় আহত ব্যবসায়ী গৌর দেবনাথের (৪৫) এর অবস্থা সংকটাপন্ন। তিনি ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন।
গত মঙ্গলবার রাত অনুমান ১২টার দিকে মনতলা বাজারের আনন্দ ট্রেডার্স এর মালিক উপজেলার পানিহাতা গ্রামের আশুতুষ দেবনাথ এর ছেলে গৌর দেবনাথ দোকান বন্ধ করে মোটর সাইকেলযোগে বাড়ী ফেরার পথে পানিহাতা জামতলায় একদল মুখোশধারী ডাকাত তার গতিরোধ করে এলোপাতারী ছুরিকাঘাত করে তার ব্যবহৃত ডিসকভারি মোটর সাইকেলসহ তার সাথে থাকা নগদ ১ লাখ ৭৩ হাজার টাকা ও মোবাইল ফোন সহ অন্যান্য মালামাল ছিনিয়ে নেয়। ডাকাতদের চুরিকাঘাতে রক্তাক্ত আহত গৌরের চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশংকাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়ীয়া সদর হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে তার পিতা আশুতুষ দেবনাথ বাদী হয়ে মাধবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।