স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে সিএনজি অটোরিকশার ধাক্কায় রবিউল আওয়াল (৭) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। রবিউল আওয়াল উপজেলার পঞ্চাশ গ্রামের রোমান মিয়ার পুত্র। শনিবার বেলা ১১টার দিকে এ বদরগাজি সড়কে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পঞ্চাশ গ্রামের শিশু রবিউল আওয়াল মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে উল্লেখিত স্থানে সড়ক পারাপার হচ্ছিল। এ সময় একটি দ্রুতগামী সিএনজি তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে রাস্তার পাশে ছিটকে পড়ে মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।