প্রেস বিজ্ঞপ্তি ॥ পীরে তরিকত শাহ্সুফী আলহাজ্ব হযরত মাওলানা ক্বারী আবুল কাসেম নকশেবন্দী ও মোজাদ্দেদী কদমচালী হুজুরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ রমজান বৃহস্পতিবার উমেদনগর শিল্প এলাকাস্থ মেসার্স তোতা মিয়ার (শুকনা মাছের) আরতে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে হবিগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ও সহস্রাধিক মুরিদান এবং ভক্ত আশেকানবৃন্দ অংশগ্রহণ করেন।
ইফতার পূর্বে দেশ ও জাতীর কল্যাণ কামনা করে মোনাজাত করেন আলহাজ্ব হযরত মাওলানা ক্বারী আবুল কাসেম নকশেবন্দী ও মোজাদ্দেদী কদমচালী হুজুর।