নবীগঞ্জ প্রতিনিধি ॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে মানব সেবা ইউ.কে ট্রাষ্ট এর উদ্যোগে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মজলিশপুর গ্রামে ত্রাণ বিতরনী করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মজলিশপুর, ভবানীপুর, উজিরপুর, মিছকিনপুর, লুদুরপুর পিঠুয়া, পারকুল, ঢালারপাড় সহ আশপামের গ্রামের ৪ শতাশিক অসহায়, গরীব, দারিদ্র লোকদের মধ্যে চাল, ডাল, ভোজ্য তৈল, ময়দা চিনি সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মানব সেবা ইউ.কে ট্রাষ্টের সভাপতি মোঃ ফয়জুল হক, সাধারণ সম্পাদক সৈয়দ ফরহাদ আলী, দানশীল ব্যক্তিত্ব আব্দুস ছালিক, সৈয়দ মুরাদ আলী ও উক্ত ট্রাষ্টের নেতৃবৃন্দের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও ত্রান বিতরনী করা হয়। ত্রান বিতরনের পূর্বে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
সমাজ সেবক আরফান মিয়ার সঞ্চালনায় উক্ত ত্রাণ বিতরন কালে উপস্থিত ছিলেন ইউ.পি সদস্য হাজী দুলাল মিয়া, শেখ জিতু মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি এম মুজিবুর রহমান, সাবেক সাধারন সম্পাদক রাকিল হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শেখ মকবুল হোসেন, ফরিদ মিয়া, চেরাগ আলী, মখলিছ মিয়া, এনাম উদ্দীন, বাবুল মিয়া শায়েক মিয়া প্রমূখ। গরীব অসহায় লোকজন ত্রাণ সামগ্রী পেয়ে সন্তেুাশ প্রকাশ করেন।