চুনারুঘাট প্রতিনিধি ॥ অসহনীয় যানজটের কবলে চুনারুঘাট পৌরশহর। শহরের উত্তর থেকে দক্ষিণে ৫ মিনিটের রাস্তা যেতে সময় লাগে এক ঘণ্টা। কোন সময় তা আরও বেশি। এ অবস্থা চলে আসছে গত কয়েক মাস ধরে। কিন্তু স্থানীয় প্রশাসনের কোন কার্যক্রম চোখে পড়েনি। দিন দিন যানজটের উপদ্রব বাড়ছে। পৌরসভা সূত্র জানিয়েছে, পৌরসভার মেয়র নাজিম উদ্দিন ইতিমধ্যেই শহরের ৭টি শ্রমিক সংগঠনের সাথে পৃথক পৃথক বৈঠক করেছেন। কিন্তু যানজট নিরসনে কার্যকরী কোন পদক্ষেপ এখনো দেখা যায়নি। ফলে নিরসন হচ্ছে না যানজট, মুক্তি যাচ্ছেনা চুনারুঘাট শহরবাসী। ঈদকে সামনে রেখে এ যানজট আরো প্রকট আকার ধারণ করেছে। মানুষজন শহরে এসে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।
এ বিষয়ে চুনারুঘাট পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু বলেন, যানজট নিরসনে শ্রমিক সংগঠন, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও সকল রাজনৈতিক অঙ্গ সংগঠনের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি। কিন্তু কেন জানি অদৃশ্য কারণে যানজটের সমাধান হচ্ছে না।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা বলেন, আমি যোগদানের পর থেকেই চুনারুঘাট পৌর শহরের যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছি। চুনারুঘাটবাসী ঐক্যবদ্ধ না হলে কখনো এ যানজটের সমাধান হবে না। এটা চুনারুঘাটবাসীকেই সমাধান করতে হবে।