মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার রিয়াজনগর গ্রামেন মোঃ রফিক মিয়ার কিশোরী কন্যাকে (১২) কে গণধর্ষনের প্রতিবাদে ইয়্যূথ সোস্যাল অর্গানাইজেশনের উদ্যোগে রিয়াজনগর গ্রামের হাজী মোঃ এলাইছ মিয়ার বাড়িতে সর্বস্তরের মুরুব্বী ও যুব সমাজকে নিয়ে এক প্রতিবাদ সভা ও গণসাক্ষরের আয়োজন করা হয়।
উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রিয়াজনগর গ্রামের বিশিষ্ট মুরুব্বী হাজ্বী মোঃ জলফু মিয়া এবং পরিচালনা করেন সংগঠনের সভাপতি মোঃ গাজীউর রহমান আব্বাস। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রিয়াজনগর গ্রামের বিশিষ্ট মুরুব্বীগণ ও সংগঠনের উপদেষ্টা মন্ডলীর ও সংগঠনের সদস্যবৃন্দরা। সভায় বক্তারা বলেন কখনো কোনভাবে অপরাধীদেরকে আশ্রয় পশ্রয় দেয়া যাবে না। উপস্থিত গ্রামবাসীরা প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করে বলেন কোন ভাবেই যেন ধর্ষনকারীরা আইনের হাত থেকে রক্ষা না পায়।
প্রয়োজনে সকল প্রকারের সহযোগীতা করে যাওয়ার আসস্থ্য করেন। বক্তারা পলাতক ধষর্ণকারীদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের দাবী জানান। বক্তারা বলেন ধর্ষণের স্মীকার কিশোরী বার বার ৪ জনের নাম বলে গেলেও ঘটনার মূল হোতা সালমানকে বাদ দিয়ে মামলা রেকর্ড করে। এমনকি পুলিশের এক কর্মকর্তা ভিকটিমকে বার বার ২২ ধারার জবান বন্দিতে ৩ জনের নাম বলার জন্য চাপ প্রয়োগ করেন। সভা শেষে সকলের সম্মতিক্রমে গণসাক্ষরের ব্যবস্থা করা হয়। প্রায় ৫ শতাধিক গ্রামবাসী স্বাক্ষর করেন।