চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী চ্যালেঞ্জ টিবি প্রকল্পের উদ্যোগে উপজেলার পাহাড়ী, চা বাগান ও নৃতাত্বিক জনগোষ্ঠীর সেবায় নিয়োজিত গ্রাম্য ডাক্তারদের নেটওয়ার্ক মিটিং অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবাশীষ দেবনাথ। সভায় যক্ষারোগের লক্ষন, চিকিৎসা, ডটস পদ্ধতি এবং এমডিআর রোগী সম্পর্কে আলোচনা করেন রিসোর্স পারসন ডাঃ দেবাশীষ দেবনাথ, চ্যালেঞ্জ টিবির ম্যানুয়েল ডায়েস জি এফ এ টি এম পিঠার বাড়ৈ, সি এফ সুমন চক্রবর্তী, চুনারুঘাট রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।