প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ৮ জুন হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকায় ‘‘আগামী নির্বাচনে মনোনয়ন পাচ্ছেন না এমপি মজিদ খান’‘ শীর্ষক সংবাদটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে। বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের ইফতার মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এ সময় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ওই মিথ্যা ও কাল্পনিক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। উপজেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুর রহমান খান স্বাক্ষরিত সংবাদপত্রে প্রদত্ত এক বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন।
প্রেস বার্তায় বলা হয়, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আমির হুসেন মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হুসেন খানের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ ইউপি চেয়ারম্যান সহ-সভাপতি শেখ সামছুল হক, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বিপুল ভূষণ রায়, আহম্মদ হুসেন লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, আহাদ মিয়া, শাহজাহান মিয়া, আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ফজলুর রহমান খান, শাহ শওকত আরেফিন, হাবিবুর রহমান, এরশাদ আলী, ইউপি আওয়ামী লীগ নেতা কৃষ্ণ দেব, আবু মোতালিব খান, মোত্তাকিম বিশ্বাস, কালিপদ বিশ্বাস, আমির হুসেন নিয়াশা, আরফান উদ্দিন, যুবলীগ সভাপতি রেখাছ মিয়া, ভারপ্রাপ্ত সেক্রেটারি বাবুল মিয়া, এরশাদ আলী, শ্রমিক লীগ আহবায়ক অ্যাডভোকেট মুর্শেদুজ্জামান লুকু, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আশরাফ সোহেল, ছাত্রলীগ সভাপতি আবদুল হালিম সোহেল, কৃষক লীগ সেক্রেটারি সেবুল ঠাকুর প্রমূখ।