মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে গ্রামবাসীর সাথে ডাকাত পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। পরে ডাকাত পক্ষের মহিলাসহ ১৮ জনকে আটক করে পুলিশ। মঙ্গলবার রাতে কাগাপাশা ইউনিয়নের উমরপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, উমরপুর গ্রামে প্রায়ই চুরি, ডাকাতিসহ নানা অসামজিক কর্মকাণ্ড চলে আসছিল। গ্রামেরই চিহ্নিত একদল ডাকাত এসব ঘটনার সাথে জড়িত বলে গ্রামবাসী অভিযোগ করেন। ডাকাতদের যন্ত্রনায় অতিষ্ঠ গ্রামবাসী প্রায় ২ মাস পূর্বে তাদের বাড়ি-ঘর ভেঙ্গে দিয়ে গ্রাম থেকে বিতারিত করেন। ডাকাতরা ২ মাস বিভিন্ন এলাকায় থাকার পর গত মঙ্গলবার বিকাল ৩টায় উমরপুর গ্রামের মৃত সুরুজ উল্লার পুত্র কবির মিয়ার সহযোগিতায় তাদের বাড়িতে অবস্থান নেয়। এখবর জানাজানি হলে গ্রামের জনাব আলী, জালাল সিদ্দিকী ও শাহিনুরের নেতৃত্বে গ্রামবাসী ওই দিন বিকাল ৫টার দিকে ডাকাতদের বাড়িটি ঘেরাও করে রাখেন। এক পর্যায়ে ডাকাতদলের সদস্যরা গ্রামবাসীকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। গ্রামবাসীও তাদের প্রতিহত করার চেষ্টা চালায়। খবর পেয়ে বানিয়াচং থানার ইন্সপেক্টর (তদন্ত) দিলোয়ার হোসেন ও সেকেন্ড অফিসার রাজিবসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। কিন্তু উভয় পক্ষের সংঘর্ষ ভয়াবহ রূপ নিলে সন্ধ্যার পর ওসি মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। রাত ৮টায় সহকারী পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শৈলেন চাকমা ও হবিগঞ্জ সদর সহকারী পুলিশ সুপার হায়াতুন্নবী বিপুলসংখ্যক পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। পরে জনতার সহযোগিতায় রাত সাড়ে ১১ টার দিকে এক মহিলাসহ ১৮ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটককৃতরা হলেন, হোসাইন আহমেদ (২২), জাহেরা বেগম (২৯), নাজিম উদ্দিন (৪৫), নাসির (৩০), আফসর (২৫), সেজু মিয়া (২৫), কনর মিয়া (৩৫), কাউছার (২২), দুরুদ মিয়া (২৫) আবু মিয়া (২৮), ছাব্বির (১৯), সুফি (২৫), পৌরশ (২৬), শুকুর মিয়া (৩৫), জুনেদ (১৮), মোস্তাক (১৮), সুফিয়া (৩৫), রাহেনা (৩১)। এদের মধ্যে হোসাইন আহমেদ ও জাহেরা বেগমকে পুলিশ প্রহরায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে গ্রামবাসীর পক্ষের আহত আব্দুল হাদি (৩০), নাসির মিয়া (২৫) ও লিটন মিয়া (১৮)কে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া জামাল মিয়া (৩৫), তাজ মিয়া (২৫), মিজাই মিয়া (৩২), জাহের মিয়া (৩৫) ও জুবায়ের মিয়া (৪০)কে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
আটককৃত ডাকাতদের বিরুদ্ধে এসআই রাজীব বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করে গতকাল বানিয়াচং থানায় ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করেছেন।