চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে তথ্য প্রযুক্তি আইনে যুবলীগ নেতা ইমন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ১১টায় তাকে গ্রেফতার করা হয়। চুনারুঘাট থানার সেকেন্ড অফিসার ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার গাজীপুর ইউনিয়ন যুবলীগ নেতা ইমন চৌধুরীকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন।
চুনারুঘাট থানার ওসি কে.এম আজমিরুজ্জামান জানান, উপজেলার গাজীপুর ইউনিয়নের ব্যবসায়ী রফিক চৌধুরী গত মঙ্গলবার যুবলীগ নেতা ইমন চৌধুরীর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।