স্টাফ রিপোর্টার ॥ রোটারী ক্লাব অব হবিগঞ্জ এক বিকলাঙ্গ কিশোরকে হুইল চেয়ার প্রদান করেছে। গতকাল সন্ধ্যায় স্থানীয় স্কাই কুইন রেস্টুরেন্টে ক্লাবের নিয়মিত সাপ্তাহিক সভায় লাখাই উপজেলার পূর্ব রুহিতনসী গ্রামের মরহুম আব্দুর রহিমের পুত্র মোঃ হানিফ (১৫) কে এ হুইল চেয়ার প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট জগদীশ চন্দ্র মোদক, এসিস্ট্যান্ট গভর্ণর ফনীভূষণ দাশ, চার্টার প্রেসিডেন্ট শহীদ উদ্দিন চৌধুরী, স্বেচ্ছাসেবী মিঃ বব, পাস্ট প্রেসিডেন্ট পূণ্যব্রত চৌধুরী বিভু, পাস্ট প্রেসিডেন্ট ডাঃ মোঃ জমির আলী, পাস্ট প্রেসিডেন্ট এম এ রাজ্জাক, প্রেসিডেন্ট ইলেক্ট মোতাব্বির হোসেন, সেক্রেটারী ডাঃ এস এস আল আমিন সুমন প্রমূখ।