স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর পৌরসভার আলোচিত মাঞ্জু হত্যা মামলার আসামী আলাল মিয়া (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম গোপন সুত্রে খবর পেয়ে একদল পুলিশ নিয়ে বুধবার ভোর রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাঞ্জু হত্যা মামলার আসামী আলাকপুর গ্রামের আব্দুল আজিজের পুত্র আলাল মিয়াকে গ্রেফতার করে।
গত ২ মে পৌরসভার আলাকপুর গ্রামের দুই পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় খুন হয় মাঞ্জু মিয়া। এ ঘটনায় তার স্ত্রী রোকেয়া বেগম বাদি হয়ে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।