স্টাফ রিপোর্টার ॥ তথ্য ও প্রযুক্তি আইনের মামলায় হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি সমাচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের জামিন না মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা জাহানের আদালত শুনানী শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সিএসআই সিরাজ মিয়া। আসামীপক্ষে ছিলেন এডঃ আফজাল আহমেদসহ অর্ধশত আইনজীবি।
উল্লেখ্য, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপিকে নিয়ে সংবাদ প্রকাশ করার ঘটনায় পুকড়া ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়ের করা তথ্য প্রযুক্তি মামলায় গোলাম মোস্তফা রফিককে সোমবার ভোরে গ্রেফতার করে পুলিশ।