অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৪৯ পিস ইয়াবাসহ জাকির হোসেন (৩৫) নামে এক মাদক বিক্রেতা গ্রেফতার করেছে। সে শায়েস্তাগঞ্জের পশ্চিম নুরপুর গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রহমানের ছেলে। সোমবার দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিনের নেতৃত্বে এসআই আতিকুল আলম খন্দকার, এসআই জাকির হোসেনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জের নোয়াহাটি রাস্তা থেকে ওই পরিমাণ ইয়াবাসহ জাকিরকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে ধৃত জাকিরকে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।