নবীগঞ্জ প্রতিনিধি ॥ পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে হবিগঞ্জের দৈনিক সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিককে গ্রেফতারের প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে নবীগঞ্জ প্রেসক্লাব। গতকাল মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ অবিলম্বে বীর মুক্তিযোদ্ধা প্রবীণ সাংবাদিক গোলাম মোস্তফা রফিকের মুক্তি দাবী করেন।
প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্নার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী, সাবেক সভাপতি এটিএম সালাম, বর্তমান সহ সভাপতি মোঃ সরওয়ার শিকদার, এম মুজিবুর রহমান, এম এ মুহিত, সাধারন সম্পাদক সলিল বরণ দাশ, সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, রাকিল হোসেন, অর্থ সম্পাদক আকিকুর রহমান সেলিম, অফিস সম্পাদক এটিএম জাকিরুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুলতান মাহমুদ, সদস্য ফখরুল ইসলাম, আশাহীদ আলী আশা, শাহ মনসুর আলী নোমান, শেখ মোঃ শামছুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম। প্রতিবাদ সভায় সাংবাদিকরা হবিগঞ্জের সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিককে গ্রেফতারের প্রতিবাদে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন এবং তথ্র প্রযুক্তি আইনে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবী। অন্যতায় উপজেলার সকল সাংবাদিকরা বৃহত আন্দোলনে যাওয়ার হুশিয়ারি উচ্চারণ করেন।