প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ খেলাফত মজলিস বাহুবল থানা শাখার উদ্যোগে গত সোমবার বিকালে অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। থানা সভাপতি মাওলানা আব্দুল বছিরের সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা আব্দুল আহাদ আজাদের পরিচালনায় এতে প্রধান মেহমান ছিলেন জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ আকীলপুরী। বিশেষ মেহমান ছিলেন জেলা নির্বাহী সভাপতি মাওলানা মোঃ আনোয়ার আলী। বক্তব্য রাখেন থানা সহ-সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ, মৌলভীবাজার জেলার নেতা মাওলানা আব্দুল হাই উত্তরসুরী, সাবেক থানা সভাপতি, বাহুবল কাশিমুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আজিজুর রহমান মানিক, হাফেজ আব্দুন নুর, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা মর্তুজ আলম, মাওলানা আব্দুন নুর, মাওলানা আব্দুল খালিক, মৌলভী রজব আলী, হাফেজ মঈন উদ্দিন আরিফ, হাফেজ তানভীর আহমদ, মাওলানা সাইফুর রহমান প্রমুখ।
বক্তাগন বলেন, মাহে রমজান হল সিয়াম সাধনার মাস, এমাস হল কুরআন চর্চার মাস, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের লক্ষ্যে এমাসের ১৭ তারিখেই ইসলামের প্রথম বদরের যুদ্ধ সংগঠিত হয়ে ছিল। তাই দ্বীন কায়েমের লক্ষ্যে এমাসেই সর্বোচ্চ প্রচেষ্ঠা চালিয়ে যেতে হবে। নেতৃবৃন্দ আরো বলেন আগামী ঈদকে কেন্দ্র করে যেন নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের মূল্য না বাড়ে সেদিকে নজর রাখতে হবে।