শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ থানার কলিমনগর নামকস্থানে দিগন্ত বাসের চাপায় মোটরসাইকেল আরোহী যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৪টার দিকে শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কে এ দুঘর্টনা ঘটে।
আহত মোটরসাইকেল আরোহী সাজিদ (২৮) জগতপুর গ্রামের প্রাক্তন ফুটবলার আলী হোসেনের পুত্র। আহত সাজিদকে প্রথম হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার শামীমুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সাজিদ মোটরসাইকেল যোগে শায়েস্তাগঞ্জ থেকে বাড়ী ফিরছিলেন। এ সময় কলিমনগর পয়েন্টে হবিগঞ্জ থেকে ঢাকাগামী দিগন্ত পরিবহনের একটি বাস সাইকেলকে চাপা দিলে এ ঘটনা ঘটে।
তিনি আরো বলেন, কলিমনগর পয়েন্ট স্পিডব্রেকার না থাকায় প্রতিনিয়তই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। স্প্রিডব্রেকার নির্মাণের জন্য এলাকাবাসী পক্ষে দাবী জানান তিনি।
স্থানীয় সূত্র জানায়, একই রাত ৮টার দিকে কলিমনগর পয়েন্টে দুই সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩জন আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।