স্টাফ রিপোর্টার ॥ কাষ্টমস এক্সাইজ ও ভ্যাট মূল্য সংযোজন কর ও শুল্ক আইন ২০১২ বাস্তবায়নের লক্ষে হবিগঞ্জ জেলায় স্টেকহোল্ডারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় ভ্যাট কমিশনার লোকমান চৌধুরী। জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এমরান হোসেনসহ কাষ্টমস কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।