শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে পরিত্যক্ত টয়লেট থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার সময় যুবক আটক লাখাই উপজেলার কাঠিহারা মেলা থেকে সরঞ্জামসহ ৪ জুয়ারী আটক বানিয়াচঙ্গে বিএনপি নেতা আহমেদ আলী মুকিব ॥ পলাতক স্বৈরাচারের পক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার ফল ভালো হবে না জে কে এন্ড এইচ কে হাই স্কুলের শতবর্ষ উদযাপন ২২ ফেব্রুয়ারী ॥ জেলা প্রশাসকের সাথে শতবর্ষ উদযাপন কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সুনামগঞ্জে গাঁজাসহ চুনারুঘাটের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা র‌্যালী জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটি অনুমোদন চুনারুঘাটে স্বর্ণ ব্যবসায়ীকে মারধর ॥ ২ লাখ টাকা লুট শায়েস্তাগঞ্জে ছাত্রদলের বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

এমপি মজিদ খান মনোনয়ন পাচ্ছেন না এমন সংবাদ প্রকাশ করায় তথ্য প্রযুক্তি আইনে মামলা ॥ হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭
  • ৫৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ মোঃ আব্দুল মজিদ খান অগামী নির্বাচনে মনোনয়ন পাচ্ছেন না এমন সংবাদ প্রকাশ করায় দায়েরী মামলায় দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাাদক ও প্রকাশ এবং হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা রফিককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোর রাতে বানিয়াচং থানার ওসি মোজাম্মেলের নেতৃত্বে একদল পুলিশ হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড় এলাকাস্থ দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকা অফিস থেকে তাকে গ্রেফতার করে। এ সময় পুলিশ ওই পত্রিকা অফিসে ব্যাপক তল্লাসী চালায়। পুলিশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম সভাপতি রাসেল চৌধুরীর বাসায়ও তল্লাসী চালায়। মামলার ঘটনায় হবিগঞ্জে কর্মরত সাংবাদিকদের কর্মস্থল ও বাসায় পুলিশি তল্লাশীর ফলে সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, গত ৮ জুন দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকায় জাতীয় কয়েকটি অনলাইন পত্রিকার বরাত দিয়ে “আওয়ামীলীগের ৮০ জন এমপি মনোনয়ন থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে” সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করা হয়। ওই সংবাদে হবিগঞ্জ-২ আসনের এমপি আব্দুল মজিদ খানের নাম রয়েছে। এর প্রেক্ষিতে ১২ জুন এমপি আব্দুল মজিদ খানের ভাতিজা ও পুকড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আফরোজ মিয়া বাদী হয়ে পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা রফিক, ভারপ্রাপ্ত সম্পাদক ও জেলা সাংবাদিক ফোরাম সভাপতি রাসেল চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক নীরঞ্জন সাহা নীরুর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে সোমবার ভোর রাতে বানিয়াচং থানার ওসি মোজম্মেল হকের নেতৃত্বে পুলিশ শহরের সমাচার অফিস থেকে পত্রিকার সম্পাদক গোলাম মোস্তফা রফিককে গ্রেফতার করে। এদিকে সোমবার বিকেলে গ্রেফতারকৃত গোলাম মোস্তফা রফিককে হবিগঞ্জ আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হক জানান, তথ্য প্রযুক্তি আইনে দায়েরকৃত মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। হবিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাজী কামাল উদ্দিন জানান, বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এদিকে হবিগঞ্জের একজন প্রবীণ সাংবাদিক ও প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধাকে গোলাম মোস্তাফা রফিককে অন্যায়ভাবে গ্রেফতারের ফলে হবিগঞ্জে সাংবাদিকদের মাঝে ক্ষোব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে তার মুক্তির দাবী জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com