নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা গতকাল সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী, সরকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথ, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম আতাউর রহমান, উপজেলা জাসদের সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, নবীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল বারী, ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসা, বজলুর রশিদ, নজরুল ইসলাম, জাবেদুল আলম চৌধুরী সাজু, মুক্তিযোদ্ধা মৌলদ হোসেন কাজল, মাদ্রাসা শিক্ষক আব্দুস সালাম প্রমূখ। সভায় আসন্ন ঈদে নবীগঞ্জের আইন শৃংখলা উন্নয়নে পুলিশি টহল জোরদার করার আহ্বান জানান। সভায় দীর্ঘ ১বছর যাবত এনাতাবাদ গুচ্ছ গ্রামে বিদ্যূত সরবরাহে জটিলতা নিয়ে আলোচনা হয়। এ ব্যাপারে ডিজিএম আব্দুল বারি বিস্তারিত ব্যাখ্যা করে অচিরেই বিদ্যুত প্রদানের ব্যবস্থা নিবেন বলে সভায় জানান।