বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ থানার ওসি কামালের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আগামীকাল দিনারপুর কলেজে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ পইল মাছের মেলায় প্যানেল চেয়ারম্যানকে হেনস্তা মাধবপুরে বিএনপির মিলন মেলা ॥ শিল্পপতি সৈয়দ ফয়সলকে প্রার্থী চান নেতাকর্মীরা নবীগঞ্জে তানহা জনি’র “কোমল হাতে স্নেহের পরশ” বইয়ের মোড়ক উন্মোচন চুনারুঘাট মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরীফে বার্ষিক ওরস শুরু নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না !

নবীগঞ্জে ৬ যুগ পর সম্পদের হিস্যা দাবী করে ॥ দেশ-বিদেশে অবস্থানরত জীবিত ও মৃতদের আসামী করে মামলা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭
  • ৫৪০ বা পড়া হয়েছে

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নে সম্পত্তির অংশ পাওয়ার জন্য ৬ যুগ পর ৪ পরিবারের লোকদের আসামী করে মামলা দায়ের করায় এলাকায় দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া। মামলার শেষ পয়সালা নিয়ে এলাকায় দেখা দিয়েছে জনমনে উদ্ধেগ উৎকন্ঠা। অপর দিকে ৪পরিবারের ২৪জন জীবিত মৃত লোকদের আসামী করায় বিভিন্ন মহলে সমালোচনার ঝর বইছে। জানা যায়, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কাদমা গ্রামের হায়দর উল্লাহ মারা যাবার পর তিনি ৬ ছেলে ও ৩ কন্যা সন্তান রেখে যান। তাদের ঔরসে জন্ম নেয় কন্যা ও সন্তানরা। কিন্তু হাজী হায়দর উল্লাহর পুত্রদের মধ্যে তরাজ উল্লাহ ও আয়াজ উল্লাহ আজ থেকে প্রায় ৭০ বছর পূর্বেন্নাতগঞ্জ ইউনিয়নের শাহবাজপুর গ্রাম থেকে স্ব-পরিবারে কুর্শি ইউনিয়নের কাদমা গ্রামে জায়গা ক্রয় করে ঘর নির্মাণ করে বসবাস করছেন। হাজী হায়দর উল্লাহর অপর পুত্র হাজী ফরাজ উল্লাহ, হাজী আনিছ উল্লাহ, হাজী আব্দুল হামিদ ও হাজী আব্দুল্লাহ মিয়া ঐক্যজোট হয়ে কাদমা গ্রামে জায়গা কিনে ঘর নির্মাণ করে। বর্তমানে ওই নির্মানকৃত বাড়িতে ১০/১২টি পাকা বিল্ডিংসহ বিভিন্ন সম্পদ বিদ্যমান রয়েছে। এরই দিকে কু-দৃষ্টি পরে মৃত হাজী হায়দর উল্লাহর তরাজ মিয়ার সন্তান হাজী নৌশা, সিজিল মিয়া ও সিরাজ মিয়ার পুত্র পারভেজ ও জুলহাসের। তারা ৪জন ঐক্যজোট হয়ে মৃত হায়দর উল্লাহর অপর পুত্র মৃত হাজী ফরাজ উল্লাহ, হাজী আনিছ উল্লাহ, হাজী আব্দলি হামিদ ও হাজী আব্দুল্লাহ এর সন্তানদের নিকট সম্পত্তির হিস্যা ও অংশ পাবার দাবিতে গত ১৯ মার্চ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, হবিগঞ্জ ৪৫০/২০১৭ মামলা দায়ের করে। এতে আসামী করা হয়েছে মৃত হাজী হায়দর উল্লাহর পুত্র মৃত হাজী ফয়েজ উল্লাহ, হাজী আনিছ উল্লাহ, গাজী আব্দুল হামীদ ও হাজী হাজী আব্দুল্লাহ মিয়ার বংশদর জীবিত মৃত ছেলে মেয়েদের। মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে মামলার বাদী নৌশা মিয়া গং তারা মৃত হাজী হায়দর উল্লাহর সম্পত্তির কিছু কিছু ভূমির বন্ঠন ও রেকর্ড পত্র সঠিক মত পেয়েছেন। এবং কিছু কিছু জায়গা/জমির বন্ঠন ও রেকর্ড সঠিক হয়নি বলে উল্লেখ করেছেন। মামলায় আরও উল্লেখ করেন বর্তমানে হায়দর উল্লাহর সম্পত্তির পাঁচ ভাগের এক ভাগ তারা দাবি করেন এবং ওই মামলায় তারা শুধু বাড়ি রকম ভূমি ৪ দাগে ৫২ শতাংশ ভূমির হিস্যা পাবার দাবিতে মামলা দায়ের করেন। কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় গেছে মৃত হাজী হায়দর উল্লাহ’র ৬পুত্র ও ৩কন্যা ছিলেন। সচেতন মহল মনে করেন যদি সঠিক অংশ ও হিস্যা করা হয় তাহলে অংশ বা হিস্যা করা হয় তাহলে অংশ বা হিস্যা হবে ৬টির উপরে। কিন্তু দীর্ঘ ৬যুগ পুর্বে মামলার বাদী ও পিতামহ পৃথক ভাবে সম্পত্তি বন্টনমূলে তারা নিজ নিজ ভূমিতে বসবাস করে আসছেন। যে ভূমি নিয়ে মামলা করা হয়েছে তাহা দীর্ঘ প্রায় ৬যুগ পূর্ব থেকে মৃত হাজী হায়দর উল্লাহর ছেলে সন্তানগণ বাড়ী ঘর নির্মাণ করে বসবাস করে আসছেন বলে সূত্রে জানা গেছে। এমনকি বর্তমানে বাড়ি রকম ভূমিতে ১০/১২টি পাকা দালান বাড়ি ও বিল্ডিং নির্মাণ করে তারা পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন মৃত হাজী হায়দর উল্লাহর পুত্র হাজী ফরাজ উল্লাহ, হাজী আনিছ উল্লাহ, হাজী আব্দুল হামীদ ও হাজী আব্দুল্লাহ মিয়ার সন্তান সন্তানাদীগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com