স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে একসেস টু ইনফরমেশন এটুআই প্রোগ্রামের আওতায় ই-সেবা সম্পর্কে জনগণকে অবহিতকরণ বিষয়ে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা তথ্য অফিস এই কর্মশালার আয়োজন করে। এতে জেলার বিভিন্ন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সফিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবিনা আলম।