রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত ॥ দেশীয় অস্ত্র উদ্ধার হবিগঞ্জ-বানিয়াচং সড়কে দুই সিএনজি অটোরিকশার সংঘর্ষে একজন নিহত খান বাহাদুর আহছান উল্লাহ (রঃ) এর জন্ম বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ আহছানিয়া মিশনে বিনা মুল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সামন থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার অলিউল্লাহ নোমানের বোন জামাইয়ের দাফন সম্পন্ন শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতসহ গ্রেফতার ৫ ॥ মোটর সাইকেলসহ সরঞ্জাম জব্দ চারণ সাংবাদিক খেলুর ৮ম মৃত্যুবার্ষিকী আজ মাধবপুরে দ্বিতীয় স্ত্রীকে এসিড নিক্ষেপ করার অভিযোগে ঢাকা থেকে স্বামী কুদ্দুস গ্রেফতার চুনারুঘাটে বাড়ির রাস্তা নিয়ে বিরোধ ॥ একই পরিবারে বৃদ্ধসহ ৭ জনকে কুপিয়ে জখম বানিয়াচংয়ে পুলিশ সুপার রেজাউল হক খান ॥ একজন খেলোয়ার তার দেশকে উন্নত করতে পারে

নির্বাচনী বিরোধ ও আধিত্য বিস্তার নিয়ে ॥ লস্করপুর ইউপি চেয়ারম্যানের উপর যুবলীগ সম্পাদকের হামলা, সংঘর্ষ

  • আপডেট টাইম রবিবার, ১১ জুন, ২০১৭
  • ৪৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরো’র উপর যুবলীগ নেতা শেখ নোমান আহমেদের নেতৃত্বে হামলা ও সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। পুলিশ ১১ রাউন্ড গুলি ও ১৬ রাউন্ড কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। লস্করপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরো জানান, বিগত ইউনিয়ন নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক শেখ নোমান আহমেদ আমার বিরুদ্ধে প্রতি ক্ষুব্ধ। নির্বাচনকারে সে আমার প্রতিপক্ষের সাথে কাজ করেছে। এছাড়া শেখ নোমান খোলা বাজারে চাল বিক্রির ডিলার শীপ নেয়। এতে অনিয়মের আশ্রয় নেয় নোমান। সাম্প্রতিককালে ১০ টাকা কেজি চাল বিক্রিতেও অনিয়মের আশ্রয় নেয়। লোকজন এসে দোকান বন্ধ পায়। তাকে বললে দোকান খুলছি, খুলতেছি বলে। কিন্তু দোকান আর খুলে না। এভাবে বিক্রির সময় শেষ হলে দুর্নীতির আশ্রয় নিয়ে চাল বিক্রি করে ফেলে। চাল না পেয়ে এলাকার জনগণ আমাদের নিকট অভিযোগ করে। এ অবস্থায় চেয়ারম্যান বাদী হয়ে উপজেলা পরিষদে অভিযোগ দায়ের করেন। এ সময় কারণে নোমান তার প্রতি বিক্ষুব্ধ হয়ে উঠে।
তিনি জানান, গতকাল তিনি হবিগঞ্জ শহরের বাসা থেকে অপর একজনের মোটর সাইকেল যোগে একটি শালিস বৈঠকে অংশ নেয়ার জন্য এলাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। তিনি মশাজান বীজের নিকট পৌছা মাত্র ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক শেখ নোমান আহমেদ, খোকা আহমেদ ও বশির আহমেদসহ একদল লোক তার মোটর সাইকেলে গতিরোধ করে। এ সময় তাদের সাথে তর্কবিতর্ক ঠেলা ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে ওই এলাকার ব্যবসায়ীরা তাকে রক্ষা করেন। এ সময় মশাজান গ্রাম থেকে লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে তাকে মারার জন্য আসতে থাকলে ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য গ্রামের লোকজন প্রতিরোধ গড়ে তুলে। এ সময় তাদের মুরুব্বীদের হস্তক্ষেপ করলে লোকজন চলে যায়। এরই মধ্যে এ খবর চেয়ারম্যানের গ্রামের বাড়ি আব্দাবখাই পৌছুলে লোকজন ঘটনাস্থলে ছুটে আসতে থাকলে মশাজানের লোকজন তাদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুই গ্রামের পক্ষে বিপক্ষে শরীফপুর, সুলতানশী, হাতিরথানসহ বেশ কয়েকটি গ্রামের লোকজন সংঘর্ষে যোগ দেয়। প্রায় ২ ঘন্টা সংঘর্ষ চলাকালে মিরপুর ধুলিয়াখাল সড়কে রাস্তার দুই পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ১১ রাউন্ড গুলি ও ১৬ রাউন্ড কাঁদানে গ্যাস ছুড়ে। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে শেখ নোমান জানান, চেয়ারম্যান হিরোর সাথে আমার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। সম্প্রতি আমি একটি ডিলারশিপ আনলে তিনি আমার এটি বাতিল করার চেষ্ঠা করেন। গতকাল চেয়ারম্যানের লোকজন আমার উপর হামলা চালায়। এ ঘটনার জের ধরে সংঘর্ষ হয়।
এ ব্যাপারে ওসি মোঃ ইয়াছিনুল হক জানান, আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com