মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকা উন্নয়ন সহায়তা শীর্ষক প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি ও সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডঃ মাহবুব আলী এসব বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে বিতরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি টিনা পাল, সমাজ সেবা কর্মকর্তা সোলাইমান মজুমদার, আওয়ামীলীগ নেতা সুকোমল রায় প্রমূখ।