স্টাফ রিপোর্টার ॥ ওয়ায়েশ মিয়া নামে এক ব্যক্তি বানিয়াচঙ্গের কুর্শা খাগাউড়া এড়ালিয়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা দারুল কেরাত বন্ধে হুমকী ধমকী প্রদান করছেন। ওই কেন্দ্রে দারুল কেরাত পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান এ অভিযোগ এনেছেন।
অভিযোগে বলা হয়, ১৯৮৫ সন থেকে দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট অনুমোদিত উল্লেকিত কেন্দ্রে দারুল কেরাত পরিচালিত হচ্ছে। খাগাউড়া পশ্চিমপাড়া ওয়ায়েশ মিয়া গত ২ জুন মাদ্রাসায় এতে দারুল কেরাত বন্ধ করার জন্য শিক্ষকদের হুমকী প্রদান করেন। পরবর্তীতে ৯ জুন বাদ জুম্মা মসজিদ এলাকায় ওলামায়ে কেরামদের বিভিন্ন ভাবে সমালোচনা করেন। এনিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। অভিযোগে বলা হয়, ওয়ায়েশ মিয়া নিজেকে ট্রাইব্যুনালের লোক দাবী করে লোকজনকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাচ্ছেন।