স্টাফ রিপোর্টার ॥ আন্তঃজেলা ডাকাতদলের সর্দার ফারুক মিয়া (৩০) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সে সদর উপজেলার দুর্লভপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র। গতকাল শনিবার সন্ধ্যায় সদর থানার এসআই অরুপ কুমার চৌধুরীর নেতেৃত্বে একদল পুলিশ সদর উপজেলার সুকড়ী পাড়া বাজারে অভিযান চালিয়ে চদ্মবেশে ফারুক পেয়াজু বানানোর সময় তাকে আটক করে। পুলিশ জানায় তার বিরুদ্ধে হবিগঞ্জ সদর বিভিন্ন থানায় চুরি ডাকাতি ছিনতাইসহ এক ডজন বিভিন্ন মামলা রয়েছে। এত দিন সে আত্মপোনে ছিল।